রোববার সকালেতে রামবাবু ভাবে,
সারাদিন শুয়ে বসে কষে ল্যাদ খাবে;
গিন্নীর চিৎকার,
উঠে পড়ো এইবার,
চটপট চা-টা খেয়ে বাজারেতে যাবে৷৷
শ্মশানেতে মেতে থাকে তান্ত্রিক যোগে;
হরলাল ডাক্তার,
নেই হাঁকডাক তার,
জোলাপ খাওয়ালো কষে, রোগ গেল ভোগে৷৷
মুখটি বুজে চুপটি থাকো, এটাই তাহার ফান্ডা;
কিন্তু যদি খাবার পাতে,
মটন চিকেন রুই না থাকে,
ভীষণ রেগে মাথায় তোমার বসিয়ে দেবেন ডান্ডা৷৷

এজলাশে আর যত উকিলরা খায় ঝাড়;
সংসার বাওয়ালে,
গিন্নীর সওয়ালে,
মধুবাবু মারে চুপ, মুখে নাই সাড়৷৷
ছবিঃ অনির্বাণ সেনগুপ্ত
No comments:
Post a Comment