Sunday 4 September 2016

ইস্কুলের ছড়া





দশানন দফাদার, অঙ্কের মাস্টার,
রেগে গেলে ছুঁড়ে মারে চক পেন ডাস্টার।
পা পিছলে সিঁড়িতে,
ঠাং ভেঙে ফিরিতে,
একমাস কুপোকাৎ পায়ে নিয়ে প্লাস্টার।।




রামতনু রুইদাস, পড়াতেন ইতিহাস,
পুষতেন একজোড়া দুধসাদা রাজহাঁস।
দরজাটা খোলা পেয়ে,
গেল তারা পালিয়ে,
দুঃখেতে রামবাবু ফেলে দীরঘঃশ্বাস।।




ভূগোলের দিদিমণি, মিস মণিমালিনী,
এমনিতে ভালো বটে, খেপলে চণ্ডিনী।
ক্রিম্বাস কারে কয়,
আখরোট কোথা হয়,
বলতে না পারলেই খাবে রামপিটুনী।।




শ্যামলাল শিকদার, মাথাজোড়া টাক তাঁর,
ইংরেজি ক্লাসে বসে ঘুমোতেন বারবার।
চুল মোটে কয়গাছি,
তাই দিয়ে সাজি সাজি,
কত বৃথা চেষ্টা যে টাকখানি ঢাকবার।।



ছবিঃ অনির্বাণ সেনগুপ্ত
প্রথম প্রকাশঃ শারদীয়া অবকাশ ১৪২১