Thursday 23 May 2013

তোমার সঙ্গে

তোমার সঙ্গে একটুকু রাগ,
                তোমার সঙ্গে আড়ি;
তোমার সঙ্গে সময়টা কাটে
                 বড্ড তাড়াতাড়ি।

তোমার সঙ্গে গ্রীস্ম বর্ষা,
                 বাজল পুজোর ঢাক;
তোমার চোখের তারায় তারায়
                      বসন্ত দেয় ডাক।

তোমার সঙ্গে ডাল ভাত মাছ,
                    বিরিয়ানি মোগলাই;
তোমার সঙ্গে বলাইয়ের ধাবা,
                   কবিরাজি ফিশফ্রাই।

তোমার জন্য কবীর সুমন
                  সুরের সলিলে মেশে;
তোমার কন্ঠে রবি ঠাকুর,
                  চিরনতুনের বেশে।

তোমার সঙ্গে ফেলু ব্যোমকেশ,
                   চাঁদের পাহাড় ডাকে;
তোমার চোখেই প্রথম আলো,
                   বইয়ের থাকে থাকে।

তোমার কথায় রাত্রি ঘনায়,
                   এলো যে ঘুমের ঘোর;
তোমার জন্যে আনবোই দেখো
                   লাল টুকটুকে ভোর।

হঠাৎ কখন এলোমেলো মন,
                   ফেসবুকে আঁকিবুকি।
তোমার হাতটা ধরতে পেলেই
                     মনখারাপের ছুটি।

তোমাতেই হাসি, তোমাতেই কাঁদি,
                 তোমাতে সারাটা বেলা;
তোমাকে নিয়েই ভাসাবো এবার
                    তেঁতুলপাতার ভেলা।

প্রথম প্রকাশঃ চর্যাপদ

2 comments: