Saturday 25 May 2013

সব চরিত্র কাল্পনিক

কেউ শুধু কোড লেখে,
কেউ গুঁড়ো করে,
কেউ বা অঙ্ক কষে
খাতা গুলো ভরে।

কেউ রোজ পাতা ছোঁড়ে,
বাঘ হাতি মেরে,
কেউ বা চেয়ারে বসে
চুল গুলো ছেঁড়ে।

কেউ করে ফেসবুক,
দিনের বেলায়,
কেউ বা দরিদ্র, সে
ফিলিম নামায়।

কেউ থাকে ক্যান্টিনে,
কেউ জল ভরে,
কেউ বা ছাত্রী পেলে
নিয়ে যায় ঘরে।

কেউ ভাবে আমি দেব,
কেউ বলে আমি,
কেউ বা বহুবচন,
হয় সর্বগামী।

দেখে শুনে ছড়া কেটে,
কইছে অতনু,
আমরা যে হক্কলে
বিজ্ঞানী হনু।

No comments:

Post a Comment