ফেলুদার গল্পে অলৌকিক বা অতিপ্রাকৃত বিষয়ের অবতারণা পাঠকের সংশয়ী মনে প্রশ্ন তোলে। মুকুল কি সত্যিই জাতিস্মর ছিল? সিদ্ধেশ্বর মল্লিক কি সত্যিই ফাঁসি হয়ে যাওয়া আসামিদের সঙ্গে কথা বলতেন? নয়নের আশ্চর্য ক্ষমতার কি কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকা সম্ভব? ফেলুদার ষাট বছরে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার উদ্দেশ্যেই এই লেখা। সম্পূর্ণ লেখাটা পড়া যাবে চার নম্বর প্ল্যাটফর্মেঃ
সংশয়ে মিলায় সত্য?, অতনু কুমার, চার নম্বর প্ল্যাটফর্ম, ২২শে জানুয়ারি ২০২৫